বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. ইউসুফ আলী মোল্লা। তিনি কমিশনের জ্যেষ্ঠতম সদস্য। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের মেয়াদ শেষ হওয়ার পর গত ৭ মে শিক্ষা মন্ত্রণালয় তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয় বলে ইউজিসির জনসংযোগ বিভাগ সূত্র জানিয়েছে।
অধ্যাপক ইউসুফ আলী মোল্লা ২০১৫ সালের ২৮ মে বাংলাদেশ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম