চীন সরকারের চাঙসা সিটি কর্পোরেশন মেয়রের আমন্ত্রণে আন্তর্জাতিক সামিট-২০১৯ এ অংশগ্রহন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মুসতাক আহমেদ। সেখানে তার একটি প্রবন্ধ উপস্থাপিত হবে বলে জানা গেছে।
সামিটে বিশ্বের প্রায় ৫০০ জন সিনিয়র রাজনীতিবিদ, একাডেমিয়ান এবং সিআইপি অংশগ্রহণ করবেন এবং কম মূল্যে গুণগতমানসম্পন্ন পণ্য ও সেবা উৎপাদন ও বণ্টন বিষয়ে আলোচনা করবেন তারা। এই সামিটের মূল থিম হচ্ছে 'High quality Economy products for Future Better life'।
এর আগে অধ্যাপক মুসতাক আহমেদ ফিলিপাইনে এমিক কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করে প্রশংসিত হন এবং ২০১৮ সালে স্যামা কর্তৃক বর্ষসেরা-২০১৮ অ্যাওয়ার্ড পান।
বিডি প্রতিদিন/ফারজানা