বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল দুইটি ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ।
সোমবার সকাল ১০টা থেকে প্রশাসানিক ভবনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। তারা নিরাপত্তাকর্মীর অবহেলার কারণ জানতে প্রশাসনের কাছে জবাব চেয়ে ব্যানার লাগিয়েছেন।
মোটরসাইকেল উদ্ধারের জন্য নির্দিষ্ট সময় দিতে না পারা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তালা খুলবেন না বলেও জানিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
জানা যায়, গত ৮ মে বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে (নীল রংয়ের ১৫০ সিসি) একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। বুধবার ভোর ৪টায় পার্ক মোড় থেকে সেহেরি খেয়ে এসে হলটির গেস্টরুমের সামনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ ভূঁইয়া মোটরসাইকেলটি রেখেছিলেন। এরপর সকাল ৯টার দিকে তিনি হল থেকে বের হওয়ার সময় দেখেন তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। সেদিন দুপুরেই এ ব্যপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর এবং পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন মারুফ ভূঁইয়া।
এ বিষয়ে মারুফ ভূঁইয়া জানান, গত ৮ মে মোটরসাইকেল হারানোর পরে আমি লিখিত অভিযোগ করলেও এখনো পর্যন্ত কোনও আমলে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনকি মোটরসাইকেল উদ্ধারে কোনও ধরনের উদ্যোগ নেওয়া হবে কিনা সে ব্যাপারেও কিছু জানায়নি। যার ফলে আজ পাঁচদিন পর প্রশাসনিক ভবনে তালা লাগাতে বাধ্য হয়েছি।
মোটরসাইকেল উদ্ধারে কোনও ধরনের ব্যবস্থা গ্রহণ করা হলো কিনা এবং তালা লাগানোর ব্যাপারে জানতে চাইলে সহকারী প্রক্টর ছদরুল ইসলাম সরকার বলেন, শিক্ষার্থীরা তালা লাগিয়েছে এ ব্যপারে তাদের সঙ্গে কথা বললাম কিন্তু তারা কোনও কথা শুনছে না। তারা চাচ্ছে উদ্ধার করতে কতদিন সময় লাগবে সেটা নির্দিষ্ট করে বলতে। কিন্তু এভাবে তো সম্ভব না। মোটরসাইকেলের কোনও ডকুমেন্টসও তারা দিতে পারছে না। এরপরও মোটরসাইকেল উদ্ধার করতে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি।
উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনিক ভবনের গেটে তালা লাগানো ছিল।
বিডি প্রতিদিন/কালাম