রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটির ৫০০তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় ক্লাবের বর্তমান সভাপতি রোটার্যাক্টর মো. মনজুরুল করিম রিয়েলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাব সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ক্লাবের প্রাক্তন সভাপতি, বিশিষ্ট ইসলামিক গবেষক ও কলাম লেখক ড. মুহাম্মদ আবদুল মুনিম খান এবং নটরডেম কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব রঞ্জিত কুমার নাথ।
ক্লাবের প্রাক্তন সভাপতিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন জহির, রুহুল আমিন এবং মো. জহিরুল ইসলাম প্রমুখ। সভায় ক্লাবের নিয়মিত সদস্যদের পাশাপাশি অন্যান্য রোটার্যাক্ট ক্লাবের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এ সময় ১৬ জন শিক্ষার্থীকে ক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। আয়োজনটির সাথে যুগ্মভাবে রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটান এর সাপ্তাহিক নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।
উলেখ্য, "রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি” একটি ক্যাম্পাসভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটান এর অভিভাবকত্বে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। এই ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চিফ রিপোর্টার মনজুরুল ইসলাম। ক্লাবটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন এবং নেতৃত্ব বিকাশের উদ্দেশ্যে কাজ করে।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৯/মাহবুব