চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে মর্যাদাহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার।
আজ দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ-ইনিস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয় নিয়ে কেউ অপপ্রচার চালালে আমরা কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দিব না। তাই আমরা বলতে চাই তারা যা প্রচার করছে তা সম্পূর্ণ বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপপ্রয়াস চালাচ্ছে।
শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুনের সঞ্চালনায় ও কর্মচারী সমিতির সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্ত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের সভাপতি শামীম হাসান, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এ কে এম নূর আহমদ, বিশ্ববিদ্যালয় হিসাব নিয়ামক ফরিদুল আলম, অফিসার সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হক, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিবুর রহমান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ