ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য শিক্ষার্থীদের পৌঁছে দিতে 'EduBot' নামে একটি চ্যাটবট চালু করেছে কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’।
বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সভা কক্ষে ভিপি নুরুল হক নুর চ্যাটবটটির উদ্বোধন করেন।
'EduBot' মেসেঞ্জারভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাট ভার্সন। ফেসবুক মেসেঞ্জারে এর নাম লিখে সার্চ দিয়ে চ্যাটবটটি ব্যবহার করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি কার্যক্রম সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর প্রদান করবে এটি।
চ্যাটবটটিতে ভর্তি পরীক্ষার সময়সূচি, ভর্তি প্রক্রিয়া, বিষয় পরিচিতি, কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ের সঙ্গে যোগাযোগ, জরুরি সহায়তা এবং ভর্তি সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তাৎক্ষণিক ভাবে প্রদান করবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও পরীক্ষা কেন্দ্রগুলোকে যাওয়ার পথ নিদের্শনাও পাওয়া যাবে এতে। তবে, আপাতত ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসসহ পরীক্ষা কেন্দ্রের পরিচিতি সংক্রান্ত প্রশ্নের উত্তর দেবে ‘EduBot’। পর্যায়ক্রমে অন্যান্য সেবা এতে যুক্ত করা হবে জানান এর উদ্যোক্তারা।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকরাম হুসাইনের মূল উদ্যোগে এই চ্যাটবটটি তৈরি করা হয়েছে। তার সাথে ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইসরাাফিল হোসাইন, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ এমিলি জামাল এবং মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল বাকী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, সোহরাব হোসেন, বিন ইয়ামিন মোল্লা।
বিডি প্রতিদিন/এ মজুমদার