কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইউএন-উইমেন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে ‘শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ‘শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন প্রতিরোধ’ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে ইউএন-উইমেনের প্রতিনিধিরা আলোচনা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে ‘যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে’ তিনটি কমিটি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীকে সভাপতি, ইউএন-উইমেনের প্রতিনিধি শুকো ইশাকাওয়াকে সহ-সভাপতি, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরকে সদস্য সচিব এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহারকে সদস্য করে উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহারকে আহবায়ক এবং ফার্মেসি বিভাগের প্রভাষক মানতাশা তাবাসুমকে সদস্য সচিব করে ৪ সদস্য বিশিষ্ট যৌন নিপীড়ন প্রতিরোধেকল্পে একটি ‘অভিযোগ কমিটি’ গঠন করা হয়।
লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসকে সভাপতি করে এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. তাসনিমা আক্তারকে ফোকাল পয়েন্ট করে ৯ সদস্যের টেকনিক্যাল কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার