জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হল এবং দোলনচাঁপা হলের নতুন দুইজন প্রভোস্ট নিয়োগ পেয়েছেন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ চৌধুরী এবং নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত শারমিন তানিয়া।
প্রশাসনিক এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে- উক্ত পদে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তাদের এই নিয়োগ বিবেচিত হবে। এ নিয়োগের ফলে তারা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ভাতা ও সুবিধা পাবেন। যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর কার্যকর থাকবে এ নিয়োগ।
আজ বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর নতুন দুই হল প্রভোস্ট নিজ নিজ হলের অফিসে প্রবেশ করেন এবং যার যার দায়িত্ব বুঝে নেন।
নবনিযুক্ত হল প্রভোস্ট মো. মাসুদ চৌধুরী বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচএম মোস্তাফিজুর রহমানকে ধন্যবাদ জানাই। আমি আমার দায়িত্ব সর্বচ্চটা দিয়ে পালন করব। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
দোলনচাঁপা হলের নতুন প্রভোস্ট নুসরাত শারমিন তানিয়া বলেন, শিক্ষকতার পাশাপাশি ছাত্রীদের জন্য কাজ করার নতুন একটি প্ল্যাটফর্ম পেয়েছি, এটা আমার জন্য যেমন আনন্দের সংবাদ তেমনি ছাত্রীদের জন্য কল্যাণমূলক কাজ ও হলের সার্বিক উন্নয়নে ভালো ভালো কিছু করার একটি চ্যালেঞ্জ।
প্রসঙ্গত, মো. মাসুদ চৌধুরী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নুসরাত শারমিন তানিয়া দোলনচাঁপা হলের হাউজ টিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম