বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদল্যায়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যাকারীদে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকাল ৪টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে প্রতিবাদ সমাবেশ করে তারা। একই সঙ্গে ইবি থানার ওসিকে প্রত্যাহার করার দাবি জনিয়েছে শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী ২৪ ঘণ্টার আল্টিমেডাম শেষে আবরার হত্যাকারীদে শাস্তির দাবিতে বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া হল মোড়ে জড়ো হয় শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইতোপূর্বে আবরাবে মত হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি। এ কারণে আবরার হত্যার সাথে জড়িতদের সকলের এমন শাস্তি নিশ্চিত করতে হবে যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। পাশাপাশি দেশ বিরোধী সকল চুক্তি বাতিলের দাবি জানান বক্তারা।
এদিকে প্রতিবাদ সমাবেশে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফকে প্রত্যাহার করার দাবি জনিয়েছেন শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ করে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সোমবার শান্তিপূর্ণভাবে আবরোধ কর্মসূচি পালন করেছি। আমাদের কর্মসূচিতে বাধা ও আমাদের দেখে নেওয়া হুমকি দিয়েছে ইবি থানার ওসি। আমরা এর তীব্র নিন্দা জানাই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা প্রার্থনাসহ এই ওসিকে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।
এবিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গির আরিফ বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। প্রশাসন যা ব্যবস্থা নিবে মেনে নেব।
এদিকে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের খুনিদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একইসাথে এ ঘটনার তীব্র নিন্দা ও সকল ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন