বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও তিনজনকে আটক করেছে ডিএমপি’র গোয়েন্দা বিভাগ।
আটককৃতরা হলেন আটকরা হলেন শামসুল আরেফিন রাফাত (২১), মনিরুজ্জামান মনির (২১) ও আকাশ হোসেন (২১)। মনির বুয়েটের পানিসম্পদ বিভাগের ১৬তম ব্যাচের এবং আকাশ একই ব্যাচের সিই বিভাগের ছাত্র। রাফাত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ১৭তম ব্যাচের ছাত্র।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওবায়দুর রহমান বলেন, মঙ্গলবার বিকালে রাজধানীর জিগাতলা এলাকা থেকে শামসুল আরেফিন রাফাতকে আটক করে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (দক্ষিণ)।
ডিবি দক্ষিণ বিভাগের (লালবাগ জোন) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত জানান, মঙ্গলবার সন্ধ্যায় ডেমরা থেকে মনিরুজ্জামান মনিরকে ও গাজীপুরের বাইপাল থেকে আকাশ হোসেনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
এর আগে বুয়েটছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় সোমবার (০৭ অক্টোবর) ১০ জনকে আটক করে পুলিশ। মঙ্গলবার তাদেরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর মঙ্গলবার ৩ জনকে নিয়ে এ ঘটনায় মোট ১৩ জনকে আটক করলো ঢাকা মহানগর পুলিশ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ