অবরুদ্ধ থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসির কার্যালয়ের তালা খুলে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা ভিসির কার্যালয়ের তালা খুলে দিয়ে আন্দোলন এদিনের মতো স্থগিত ঘোষণা করেন ।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সন্ধ্যায় ভিসি ক্যাম্পাসে এলেও আমাদের কেনো প্রশ্নের উত্তর দেননি। আমরা আমাদের ৮ দফা দাবি থেকে সরে আসিনি। বুধবার সকাল ১০টায় আবার ক্যাম্পাসে জড়ো হয়ে আন্দোলন চালিয়ো যাব। আমাদের ৮ দফা দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কাজ বন্ধ থাকবে।
জানা গেছে, আজকের মতো আন্দোলন স্থগিত করলেও এখনও ভিসির কার্যালয়ের বাইরে কিছু শিক্ষার্থী থাকায় নিজ কার্যালয় থেকে বের হননি ভিসি। কার্যালয়ে তার সঙ্গে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ডিন প্রাণ কানাই সাহা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান রয়েছেন।
এর আগে আবরার ফাহাদ হত্যার ৩৬ ঘণ্টা পর নিজ কার্যালয়ে এসে অবরুদ্ধ হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি ড. সাইফুল ইসলাম। মঙ্গলবার বিকালে ভিসি কার্যালয়ে প্রোভস্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি। এরপর শিক্ষার্থীরা তার কক্ষে তালা মেরে কার্যালয়ের সামনে বিক্ষোভ-অবরোধ পালন শুরু করে।
এ ঘটনার আগে মঙ্গলবার সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিকাল ৫টার মধ্যে উপাচার্যকে ক্যাম্পাসে আসার আলটিমেটাম দেন। তিনি না এলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলেও শিক্ষার্থীরা জানান।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ