বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে নয়টার পরে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল থেকে একটি মিছিল শুরু হয়ে খালেদা জিয়া হল ও প্রীতিলতা হল প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে জড়ো হয়। পরে তারা সেখান থেকে জিরো পয়েন্ট হয়ে আবার শহীদ মিনারে এসে জড়ো হয়।
এসময় তারা আবরার হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন।
আধুনিক ভাষা ইন্সটিটিউটের তাসনিমা তাবাসসুম বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের পর প্রশাসন আসামিদের আটক করে পরে তারা সর্বোচ্চ শাস্তি না পেয়ে পার পেয়ে যায়। যার অনেক নজির রয়েছে। কোন ঘটনার সঠিক বিচার আমরা এখনো পায়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এর আগে অনেক হত্যার ঘটনা ঘটেছে। কিন্তু বিচার হয়নি। এটার ক্ষেত্রে যেন এমনটা না হয়।
আন্দোলনরত শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা নিদিয়া বলেন, আমরা আবরার হত্যার সর্বোচ্চ শাস্তি চাই। শুধুমাত্র একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে একজন ছেলেকে হত্যা করা হবে কেন? দেশকে ভালবাসাই কি তার অপরাধ?
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর রেজাউল করিম বলেন, হত্যাকারীরা কেউ পার পাবে না বলে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তার পরেও তারা আন্দোলনে। তাদের আন্দোলনকে আমরা সাপোর্ট করি। তবে ইতোমধ্যেই দশজন গ্রেফতার হয়েছে। আমরা আশা করি, তারা বিতর্কিত কোন বিষয় এর মধ্যে নিয়ে আসবে না। শান্তিপূর্ণ আন্দোলন করবে।
বিডি প্রতিদিন/হিমেল