বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত ছাত্র আবরার ফাহাদের বাড়ি কুষ্টিয়ায় যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক সাইফুল ইসলাম।
বুধবার সকালে তিনি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভিসির একান্ত সহকারী কামরুল ইসলাম।
এদিকে, আবরার হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে মৌন মিছিল করেছে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।তারা আবরার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলছেন, যে রাজনীতি শিক্ষার্থীদের উপকার না করে কেবল ক্ষতি করে সেই রাজনীতির দরকার নেই।
প্রসঙ্গত, আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি। রবিবার মধ্যরাতে বুয়েটের শেরে বাংলা হলের দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লাশ উদ্ধার করে চকবাজার থানা পুলিশ। অভিযোগ, ছাত্রলীগের নেতারা হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে ডেকে নিয়ে বেদম মারধর করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব