বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসি এবং এবং ভারতের সাথে চুক্তি বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর শিক্ষার্থীরা মিছিল সহযোগে ১ ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। মিছিলে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
অবরোধ পরবর্তি সংক্ষিপ্ত সমাবেশে সাংবাদিকতা ও গণযোগাযোগ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী জয়নাল আবেদিন শিশির বলেন, ‘আজকে আবরারের জায়গায় আমি, আপনি কিংবা অন্য কেউ শহীদ হতে পারতাম। তাই দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে।’
প্রসঙ্গত, সম্প্রতি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে সমালোচনা করায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। রবিবার দিবাগত রাতে বুয়েটের শেরে বাংলা আবাসিক হলের ২০১১ নাম্বার রুমে আবরারকে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী।
বিডি প্রতিদিন/এনায়েত করিম