বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)'র চতুর্থ সমাবর্তন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হয়ে সভাপতি হিসেবে শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও স্বর্ণপদক তুলে দিবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া'র সিনিয়র ডেপুটি ভাইস চ্যান্সেলর এবং ভাইস প্রেসিডেন্ট মি. এ্যালাটেইর ডসন সমাবর্তন বক্তা হিসেবে শিক্ষার্থীদের দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন।
অনুষ্ঠানে ৩ হাজার ১৯২ শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির সনদ এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পাঁচজন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেয়া হবে। বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
স্বাগত বক্তব্য রাখবেন বিইউবিটির উপাচার্য প্রফেসর আবু সালেহ। সনদ ও পদক বিতরণ শেষে রাজিব ও কণাসহ অন্যান্য সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিইউবিটির চতুর্থ সমাবর্তন অনষ্ঠানের সমাপ্তি হবে।
বিডি প্রতিদিন/আরাফাত