বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। আজ বুধবার বেলা ১১ টায় বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আঞ্চলিক সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার ও প্লাকার্ড প্রদর্শন করে। তার এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিকদার মাহামুদ। তারা বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘণ্টাব্যাপাী চলা এ মানববন্ধন কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এর আগে, আবরার ফাহাদ স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় ৩০ মিনিটি ধরে মোমবাতি জ্বালিয়ে তারা এ কর্মসূচি পালন করে আবরার হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিডি-প্রতিদিন/শফিক