বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের শাস্তির দাবিতে কালো পতাকা মিছিল করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চট্টগ্রাম শাখা।
আজ বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে মিছিলটি চট্টগ্রাম প্রেসক্লাব থেকে শুরু হয়ে আন্দরকিল্লা মোড়ে দিয়ে জামালখান হয়ে আবারও প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক "সাধারণ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর, জসিম উদ্দিন যুগ্ম আহবায়ক কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রিয় কমিটি, মোহাম্মদ নাছির উদ্দীন আহবায়ক সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এরশাদুল ইসলাম, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চট্টগ্রাম মহানগর, তাওহিদুল ইসলাম সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চট্টগ্রাম মহানগর।
সমাবেশে বক্তারা বলেন, আবরার হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালের আওতায় দ্রুত বিচার করতে হবে। পাশাপাশি সারা দেশের সকল ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। আর চবি'তে অতীতে ২০ টিরও অধিক হত্যাকাণ্ডের ঘটনার কোন বিচার হয়নি সেই ঘটনারগুলো বিচারের জোর দাবি জানাচ্ছি। হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর প্রশাসন আসামীদের আটক করে। পরে তারা সর্বোচ্চ শাস্তি না পেয়ে পার পেয়ে যায়। যার অনেক নজির রয়েছে। কোন ঘটনার সঠিক বিচার আমরা এখনো পায়নি। তাই দ্রুত সময়ের মধ্য আবরার হত্যার বিচার করতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার