বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস থেকে এনামুল মোর্শেদ রুপম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে বুয়েট ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়। এ যুবক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা সে তথ্য জানা যায়নি। তবে তিনি নিজেকে বুয়েটের সাবেক শিক্ষার্থী বলে দাবি করছেন।
জানা যায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদসহ বুয়েটের চলমান আন্দোলন নিয়ে আজেবাজে কথা বলছিল রুপম নামে এই যুবক। এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা বুয়েটের অ্যাকাডেমিক ভবনের নিচ থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন বলে জানা গেছে।
বুয়েটের প্রধান ফটকে কর্তব্যরত এক নিরাপত্তা রক্ষী বলেন, সকাল থেকে বুয়েট শিক্ষার্থীরা আবরার হত্যাকাণ্ডের বিচারসহ ১০ দফা দাবিতে আন্দোলন করছিলেন। এসময় বুয়েটের অ্যাকাডেমিক ভবনের নিচে এসে আন্দোলন সম্পর্কে আজেবাজে কথা বলতে থাকেন ওই যুবক। এ সময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে রুপম নামে ওই যুবককে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বংশাল চকবাজার জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসি) সিরাজুল ইসলাম। তিনি বলেন, ওই যুবক বুয়েট ক্যাম্পাসে আজেবাজে কথা বলছিল। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন জানান, রুপম নামে একজন ক্যাম্পাসে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে তার পরিচয় জানতে চাওয়া হলে তিনি ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছিলেন। আন্দোলন সম্পর্কে উল্টোপাল্টা কথাও বলছিলেন। বিষয়টি আমাদের সন্দেহ হলে তাকে পুলিশের হাতে তুলে দিই।
বিডি প্রতিদিন/এনায়েত করিম