বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় এজাহারভুক্ত আরেক আসামি মোয়াজ আবু হুরায়রাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৪নং সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোয়াজ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র। তার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে।
আবরার হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মোয়াজ এই মামলার ১৮ নম্বর আসামি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম