বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এবার তাদের প্রতিবাদের ভাষা হিসেবে আঁকা হচ্ছে দেয়ালচিত্র।
এদিকে, শনিবার দুপুর পৌনে ১২ টার দিকে বুয়েটের শহীদ মিনার চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।
এর আগে শিক্ষার্থীরা গতকাল রাতে জরুরি ভিত্তিতে পাঁচ দফা দাবি বাস্তবায়নের তাগিদ দেন। অন্যথায় ভর্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দেন তারা। পরে শনিবার দুপুরে শিক্ষার্থীদের ৫ দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব দাবি মেনে শনিবার নোটিশ আকারে প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ