ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশকে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিয়েছে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা। শনিবার বেলা ১২টার দিকে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে তাকে তাড়িয়ে দেয়। এর আগে, কয়েক দফা ছাত্রলীগের সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে ধাওয়া দেয় বিদ্রোহীরা। এদিকে বিদ্রোহী গ্রুপের কর্মীদের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ করেছেন ছাত্রলীগ সভাপতি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একমাস পর বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে আসেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ। সভাপতি তার কর্মীদের নিয়ে দলীয় টেন্টে বসে কুশল বিনিময় করেন। খবর পেয়ে বিদ্রোহী গ্রুপের নেতা বিপুল খান ও শাহজালাল সোহাগ, আল আমিন জোয়াদ্দার, জুবায়ের, মোশারফ হোসেনসহ বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা টেন্টে আসেন। শাখা সভাপতি পলাশকে ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন। টেন্টে সভাপতির সাথে বিদ্রোহী গ্রুপের নেতাদের কথা কাটাকাটি হয়। এসময় বিপুল খান সভাপতিকে অপমান করে বলেন, ‘তোর টেন্টে কি? সম্মান থাকলে চলে যা নইলে মারবো।’ কথা কাটাকাটির এক পর্যায়ে সভাপতি ক্যাম্পাস ছেড়ে চলে যান। পরে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা।
বিদ্রোহী গ্রুপের নেতা যুবায়ের বলেন, ‘শাখা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক টাকার বিনিময়ে কমিটি এনেছে। তারা দুজনই এর সাথে জড়িত। কোনো দুর্নীতিবাজ কমিটির ক্যাম্পাসে ঠাঁই নেই।’ এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, ‘ছাত্রলীগের কর্মীরা আমার সাথে যে আচরণ করেছে তা অপ্রত্যাশিত। ইবি শাখা কমিটির বিষয়ে সাধারণ সম্পাদের যে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে তার সাথে আমি কোনো ভাবেই সম্পৃক্ত না।’
এদিকে বিদ্রোহী গ্রুপের কর্মীদের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ তুলেছেন ছাত্রলীগ সভাপতি। তিনি বলেন, ‘যারা আমার সঙ্গে এরকম অশোভন আচরণ করেছে তাদের অধিকাংশ মাসক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। আজকেও তাদেরকে আমার স্বাভাবিক মনে হয়নি। আমি চলে আসার কিছুক্ষণ পর তাদের একজন টেন্টের পাশে বমি করেছে বলে জানতে পেরেছি। এঘটনায় কঠর ব্যবস্থা গ্রহণের জন্য আমি কেন্দ্রীয় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকায় নেতা হওয়া, নারী কেলেঙ্কারি, নিয়োগ বাণিজ্যসহ বেশকিছু অভিযোগ এনে তাকে এবং বর্তমান কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে বিদ্রোহী গ্রুপ। এর আগে, দুই দফা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে বিদ্রোহী ছাত্রলীগ কর্মীরা ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে।
বিডি-প্রতিদিন/শফিক