আগামীকাল সোমবার ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি সাইফুল ইসলাম।
রবিবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি বলেন, আবরার হত্যাকাণ্ডের কিছুদিন আগে আইজিপির সঙ্গে দেখা করে ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসন হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে, সব হল রেড হবে। আমরাও আশা করছি এই সুযোগে সমস্ত হল পরিষ্কার করতে সক্ষম হবো। আমরা ইতোমধ্যে শক্ত পদক্ষেপ নিয়েছি।
বিডি প্রতিদিন/আরাফাত