১৩ অক্টোবর, ২০১৯ ২০:২২

আবরার হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি মুজাহিদের

আদালত প্রতিবেদক

আবরার হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি মুজাহিদের

আবরার হত্যার ঘটনায় প্রকাশ হওয়া ভিডিও থেকে ছবিটি সংগৃহীত।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামি মুজাহিদুর রহমান মুজাহিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রবিবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি আসামির জবানবন্দি রেকর্ড করে কারগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে রিমান্ডে থাকাকালীন সময়ে আসামি মুজাহিদ ঘটনার বিষয়ে আদালতে স্বীকারোক্তি দিতে রাজি হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওয়াহেদুজ্জামান আসামিকে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। 

গত ৬ জুন আবরার খুন হওয়ার পরপরই যে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল, তাদের মধ্যে মুজাহিদ একজন। আসামি মুজাহিদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং বুয়েট ছাত্রলীগের সদস্য ছিলেন। এই হত্যা মামলায় এর আগে বুয়েটছাত্র ইফতি মোশাররফ সকাল, মেফতাহুল ইসলাম জিয়ন ও অনিক সরকার আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর