জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষ লিখিত ভর্তি পরীক্ষার বাণিজ্য অনুষদের (ইউনিট-৩) ফলাফল প্রকাশিত হয়েছে।
রবিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়েছে।
মেধা তালিকা ও পছন্দক্রম অনুসারে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের (ইউনিট-২) শিক্ষার্থীদের জন্য মোট ৬১০টি আসন বরাদ্ধকৃত বিভাগ উল্লেখ করা হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর (শনিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের (ইউনিট-৩) লিখিত ভর্তি পরীক্ষা সকালে ও বিকালে মোট দু’টি শিফটে অনুষ্ঠিত হয়। বাণিজ্য অনুষদের (ইউনিট-৩) ৬১০ টি আসনের বিপরীতে মোট ২০,৩০৭ জন শিক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছে জবির বাণিজ্য অনুষদে (ইউনিট-৩)।
লিখিত ভর্তি পরীক্ষার ফলাফল, ভর্তি সংক্রান্ত নির্দেশনাবলী এবং বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jnu.ac.bd) এবং (admissionjnu.info) পাওয়া যাচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন