১৪ অক্টোবর, ২০১৯ ১২:২৭

আবরার হত্যার প্রভাব ভর্তি পরীক্ষায় পড়েনি: বুয়েট ভিসি

অনলাইন ডেস্ক

আবরার হত্যার প্রভাব ভর্তি পরীক্ষায় পড়েনি: বুয়েট ভিসি

সাইফুল ইসলাম (ফাইল ছবি)

৯০ ভাগ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে জানিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের দাবি পূরণে আমরা কাজ করছি। আবরার হত্যার প্রতিবাদের আন্দোলন ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে কোনো প্রভাব ফেলেনি। 

সোমবার সকাল ৯টায় বুয়েটে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আবরার ফাহাদ হত্যার পর আন্দোলনে নামা শিক্ষার্থীদের দাবির প্রসঙ্গে ভিসি সাইফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের দাবি আমরা মেনে নিয়েছি। আমাদের যে সমস্যা রয়েছে সেগুলো সমাধানে বেশ কয়েকটি কমিটি করেছি। আশা করি, দ্রুতই সংকট নিরসন হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যেকোনো প্রয়োজনে আমার সঙ্গে আলোচনা করতে পারে। আশা করি, তারা আমাদের সহযোগিতা করবে। কারণ তাদের দাবির বিষয়ে আমরা একমত।’

আবরার হত্যার বিচারের বিষয়ে ভিসি বলেন, ‘এই হত্যাকাণ্ডের বিচারে আমরা আন্তরিক। সরকারও বিচারের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে। তাই আশা করি, সুষ্ঠু বিচার হবে।’

বিডি-প্রতিদিন/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর