১৫ অক্টোবর, ২০১৯ ১৫:০৪

আবরার হত্যা : থমথমে বুয়েটে পরবর্তী সিদ্ধান্ত বিকালে

অনলাইন ডেস্ক

আবরার হত্যা : থমথমে বুয়েটে পরবর্তী সিদ্ধান্ত বিকালে

আবরার ফাহাদ (ফাইল ছবি)

আবরার ফাহাদ হত্যার পর থেকে এখন পর্যন্ত থমেথমে অবস্থা বিরাজ করছে বুয়েট ক্যাম্পাস। হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে ফের উত্তাল হয়ে উঠছে বুয়েট ক্যাম্পাস। মঙ্গলবার বিকাল ৫টায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে দু'দিন বিরতি দিয়ে সকালে ক্যাম্পাসে আবার জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে সোমবার আবরার হত্যাকারীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুয়েটে ভর্তি পরীক্ষার কারণে গত রবিবার ও গতকাল সোমবার আন্দোলন শিথিল করা হয়। আজ থেকে আন্দোলন পুরোদমে চলবে বলে জানান শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত শনিবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফাহাদ। আর এরই জের ধরে রবিবার রাতে শেরে-বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তার লাশ সিঁড়িতে ফেলে রাখা হয়।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর