১৫ অক্টোবর, ২০১৯ ১৭:৪৩

অনিক স্ট্যাম্প দিয়ে শতাধিক বাড়ি মারে আবরারকে, ইফতির স্বীকারোক্তি

অনলাইন ডেস্ক

অনিক স্ট্যাম্প দিয়ে শতাধিক বাড়ি মারে আবরারকে, ইফতির স্বীকারোক্তি

আদালতে অনিক (বামে) ও ইফতি (ডানে)

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে একের পর এক বেরিয়ে আসছে রোমহর্ষ তথ্য। এখন পর্যন্ত এজাহারভুক্ত ১৯ আসামির মধ্যে একজন ছাড়া বাকি সবাইকে গ্রেফতার করেছে পুলিশ। এজাহারের বাইরে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ইতোমধ্যেই ৫ আসামি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিয়েছেন। প্রত্যেকের বর্ণনায় উঠে এসেছে নৃশংস এক হত্যাকাণ্ডের বয়ান।

গত ১০ অক্টোবর আদালতে প্রথম দোষ স্বীকার করেন ইফতি মোশাররফ সকাল। তিনি বলেন, বুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিনের নির্দেশে আবরারকে শিবির সন্দেহে পেটানো হয়। ইফতি জানান, আবরারকে অনিক সরকার স্ট্যাম্প দিয়ে শতাধিক এলোপাতাড়ি মারধর করে। পরদিন ১১ অক্টোবর। আদালতে মেফতাহুল ইসলাম জিয়ন বলেন, শুধু স্ট্যাম্প নয় আবরারকে স্কিপিং রোপ দিয়েও মারা হয়। অসুস্থ হয়ে পড়লে তাকে মাটি থেকে তুলে আবারো পেটানো হয়। তিনবার বমির পর নিস্তেজ হয়ে যায় আবরার।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ছাত্রলীগের ১৯ জনকে আসামি করে সোমবার সন্ধ্যায় চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর