১৫ অক্টোবর, ২০১৯ ১৭:৫২

আন্দোলন স্থগিত, তবে এখনই ক্লাসে ফিরছেন না বুয়েট শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

আন্দোলন স্থগিত, তবে এখনই ক্লাসে ফিরছেন না বুয়েট শিক্ষার্থীরা

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার পর শিক্ষার্থীদের দেওয়া ১০ দফা দাবির অধিকাংশ পূরণ হওয়ায় আগামীকাল বুধবার থেকে মাঠ পর্যায়ের আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। তবে, চার্জশিট দেওয়ার পর অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না তারা।

মঙ্গলবার সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে একথা জানানো হয়।

গত ৬ অক্টোবর বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যার পর থেকে প্রথমে ৭ দফা এবং পরে তার সঙ্গে আরও তিনটি যোগ করে ১০ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। এর মধ্যে ভর্তি পরীক্ষার জন্য দু'দিন আন্দোলন শিথিল করা হয়। এরপর আজ মঙ্গলবার আন্দোলনের ইতি টানার ঘোষণা দেন শিক্ষার্থীরা।


বিডি-প্রতিদিন/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর