Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৫ অক্টোবর, ২০১৯ ২০:২০

ইবিতে ছাত্রলীগের দুর্নীতি বিরোধী বিক্ষোভ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইবিতে ছাত্রলীগের দুর্নীতি বিরোধী বিক্ষোভ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মেগা প্রকল্পের উন্নয়ন কাজকে কেন্দ্র করে দুর্নীতি বিরোধী বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা। 

মঙ্গলবার বেলা ২ টার দিকে ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করে তারা। একইসঙ্গে তারা উপাচার্যের সাথে দেখা করেছেন।

ইবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকির মাহফুজ মাসুদ, বন ও পরিবেশ বিষয়ক উপ সম্পাদক জুবায়ের হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন, সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকি আরাফাতের নেতৃত্বে একটি দুর্নীতি বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। এসময় দুর্নীতি বিরোধী বিভিন্ন স্লোগান দেয় তারা। মিছিল শেষে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রলীগ।
সমাবেশ শেষে উপাচার্যের সাথে দেখা করেন তারা। এসময় উন্নয়ন কাজে চাপ প্রয়োগকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টা সময় বেধে দেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন


আপনার মন্তব্য