১৫ অক্টোবর, ২০১৯ ২১:২৪

বিএম কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ তদন্তে দুদক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বিএম কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ তদন্তে দুদক

বরিশাল সরকারী বিএম কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত সেমিনার ফি রাখার অভিযোগ তদন্ত করছে দুদক। মঙ্গলবার দুপুরে বরিশাল দুককের একটি দল কলেজের প্রশাসনিক শাখায় গিয়ে সেমিনার ফি আদায় সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করেন। বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান সিকদার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, কলেজে স্নাতক শ্রেণিতে ভর্তির সময় সেমিনার ফি রাখা হয়। বিগত সময়ে প্রতিবছরের সেমিনার ফি প্রতিবছর নেয়ার কারণে ফরম পূরনের সময় শিক্ষার্থীদের কষ্ট হতো। তাই এবার শুরুতেই চার বছরের সেমিনার ফি একত্রে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হচ্ছে। যা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে। তবে কেউ অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ করেন দুদকে। এসব অভিযোগ খতিয়ে দেখতে এসেছিলো দুদকের একটি দল। কলেজ কর্তৃপক্ষ একত্রে ৪ বছরের সেমিনার ফি রাখার যৌক্তিকতা উপস্থাপন করেছে। এবারই প্রথম একসাথে ৪ বছরের সেমিনার ফি রাখা হচ্ছে। 

দুদক বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মন্ডল তাদের একটি দলের বিএম কলেজে যাওয়ার সত্যতা স্বীকার করলেও বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর