চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামীকাল রবিবার। আর এই কারণে ক্যাম্পাসজুড়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আনাগোনা দেখা দিয়েছে।
এদিকে সুযোগ সন্ধানিরা পরীক্ষার আগে এক ভর্তি ইচ্ছুকে র্যাগ দেয়ার সময় প্রশাসনের জালে আটকা পড়েছে তিন শিক্ষার্থী।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের সামনে থেকে এক ভর্তি পরীক্ষার্থীকে র্যাগ দেয়ার সময় তাদের আটক করা হয়।
পরে প্রক্টরিয়াল বডি আটকদের হাটহাজারী মডেল থানায় প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছন চবির ভারপ্রাপ্ত প্রক্টর রেজাউল করিম।
তিনি বলেন, আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তাদের তুলে দিয়েছি। যেহেতু ভর্তি পরীক্ষা উপলক্ষে তারা দায়িত্বরত আছেন। কাজেই তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
আটকরা হলেন, ইতিহাস বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী জিহাদ হাসান, লোক-প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আরশিল আজিম নিলয় ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আরাফাত রহমান। এর মধ্যে জিহাদ হাসান ছাত্রলীগের বিজয়ের কর্মী বলে জানা গেছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/আরাফাত