চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ সেশনে ভর্তি পরীক্ষার্থীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ হাতে নিয়েছে শাখা ছাত্রলীগ। সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপু এ পদক্ষেপ গ্রহণ করেন।
জানা যায়, শৃঙ্খলা ও পর্যবেক্ষক কমিটির দায়িত্বে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ ও ২০১১-১২ সেশনের ছাত্রলীগ নেতারা। তারা সকল উপ-কমিটিগুলোর কাজের সার্বক্ষণিক নজরদারি ও নিয়ন্ত্রণের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পরিবেশ সুসংগঠিত ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখবে।
এছাড়াও, অ্যান্টি-র্যাগিং উপ-কমিটি ২০১২-১৩ সেশন থাকবে ২০১৯-২০ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তি পরীক্ষার্থীদের অযাচিত বিড়ম্বনা থেকে রক্ষা করা, জরুরি অবস্থায় তাৎক্ষণিক পৌঁছানোসহ ভর্তি পরীক্ষার্থীদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক মাঠে থাকবে।
এদিকে, ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবক সহায়তা উপ-কমিটি ২০১৩-১৪ সেশনের ছাত্রলীগ নেতারা ২০১৯-২০ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতাসহ আগত অভিভাবকদের নির্ধারিত স্থান ‘অভিভাবক ছাউনি’ -তে পৌঁছে দেওয়া, অভিভাবকদের সুবিধা-অসুবিধাসমূহ শুনে ত্বরিৎ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিড়ম্বনা হ্রাস করার সার্বিক দায়িত্বে থাকবে এই উপ-কমিটি।
অন্যদিকে, খাদ্য ও পানীয় ব্যবস্থাপনায় রয়েছে উপ-কমিটি ২০১৪-১৫ সেশনের ছাত্রলীগ নেতাকর্মীরা। বিগত ভর্তি পরীক্ষাগুলোর সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তি পরিক্ষার্থী ও অভিভাবকসহ বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত সকলের কাছে বিশেষ সিন্ডিকেট প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী ও অস্থায়ী দোকানপাটগুলোতে উচ্চমূল্যে খাবার ও পানীয় বিক্রি করতে দেখা গেছে, যা স্বাভাবিক মূল্যের চাইতে কয়েক গুণ বেশি। এই ধরনের অরাজকতা রোধ করতে বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান কমিটি বদ্ধপরিকর।
এছাড়াও, বিনামূল্যে পরিক্ষার্থীদের নিকট পরীক্ষা সরঞ্জাম সরবরাহের দায়িত্বে থাকবে এই উপ-কমিটি।
মেডিকেল সহায়তা উপ-কমিটি ২০১৫-১৬ সেশনের ছাত্রলীগের নেতাকর্মীরা ২০১৯-২০ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তি পরিক্ষার্থী ও অভিভাবকদের শারীরিক অসুস্থতাজনিত জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা, অ্যাম্বুলেন্স সহায়তা ও অতিরিক্ত প্রয়োজনে রোগীকে মেডিকেলে প্রেরণের সার্বিক দায়িত্বে থাকবে।
যাতায়াত ও পরিবহন সহায়তায় রয়েছে উপ-কমিটি ২০১৬-১৭ সেশনের ছাত্রলীগের নেতাকর্মীরা। ২০১৯-২০ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তি পরীক্ষার্থীদের চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম শহরে যাতায়াত, শাটল ট্রেন ও বাস সংক্রান্ত সময়সূচি, রুট নির্দেশনাসহ পরীক্ষার্থীদের যাতায়াত ও ভোগান্তি হ্রাসে যাবতীয় সহায়তা প্রদানের দায়িত্বে থাকবে।
তথ্য সহায়তা ও হেল্প-ডেস্ক উপ-কমিটি ২০১৭-১৮ ও ২০১৮-১৯ সেশনের ছাত্রলীগের নেতাকর্মীরা ২০১৯-২০ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগত সকল ভর্তি পরীক্ষার্থীদের হেল্প-ডেস্কের মাধ্যমে তথ্য সহায়তা প্রদানের সার্বিক দায়িত্বে থাকবে।
অন্যান্য পদক্ষেপ:
অভিযোগ বাক্স: যাবতীয় অভিযোগ ও ব্যবস্থাপনা সংক্রান্ত যেকোনও অসঙ্গতি লাঘবে ভর্তি পরীক্ষার্থীরা তাদের পরামর্শ জানাতে পারবেন বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থাপনকৃত অভিযোগ বাক্সগুলোতে (স্টেশন ও শহীদ মিনার)।
ইমার্জেন্সি বাইক সার্ভিস: ভর্তি পরীক্ষার্থীদের জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে জরুরি পরিবহন সুবিধার আওতায় থাকছে ইমার্জেন্সি বাইক সার্ভিস। এই বিশেষ সহায়তা পেতে কল করুন নিচের নম্বরগুলোতে: ০১৬৭৪০২৮১৭৪, ০১৬৭২৮৭৯৩৬৩।
বিডি প্রতিদিন/কালাম