শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি ও মেধাবীদের স্বীকৃতি স্বরূপ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৫৫২জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বিকেলে ২০০৩ থেকে ২০১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত জিপিএ ৪ এর মধ্যে নূন্যতম ৩.৮০ অর্জনকারী কৃষি অনুষদের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানায়, শেকৃবি আন্ডার গ্রাজুয়েট অর্ডিন্যান্স ২০০৩, রিভাইজড ২০০৫, রিভাইজড ২০০৮ এবং রিভাইজড ২০১৪ এর ধারা ২১ অনুযায়ী ২০০৩ থেকে ২০১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রতি লেভেলের ১ম ও ২য় সেমিস্টারের প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ ৩.৭৫ এবং ২০১৫ থেকে ২০১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত ন্যূনতম জিপিএ ৩.৮০ মিলে মোট ১ হাজার ২০ জন শিক্ষার্থী ডিন’স এ্যাওয়াডের্র জন্য মনোনীত হয়েছেন। তাদের মধ্যে ৫৫২ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করায় রেজিস্টার্ড ৫৫২ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর মধ্যে ১৭ জন শীর্ষ মেধাবীকে মঞ্চে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন- ড. কামরুন নাহার, ফরিদা আক্তার, তনুশ্রী হালদার, খুরশিদা পারভিন, নিপা মোনালিসা, রাখি ব্যানার্জী, রেবেকা সুলতানা, জান্নাতুল ফেরদৌস, বদরুন্নেছা সম্পা, স্বর্ণা সোম, নাহিদ আক্তার, সানজিদা জাহান, ইমাম হোসেন, সায়মা বিলা সেতু, জাকিয়া ইসলাম, হোসনে আরা ও শারমিন আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ এবং সংশ্লিষ্ট অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফজলুল করিম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন