চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের নানা সহযোগিতা দিচ্ছে নানানজন ও বিভিন্ন সংগঠন। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে মোতায়েন করা হয়েছে হাজার খানেক পুলিশ। শুধু নিরাপত্তা নয়, এবার ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। এছাড়াও ভর্তিচ্ছুদের দিক-নির্দেশনা দিতে বসানো হয়েছে দু'টি হেল্প ডেস্ক। গতকাল রবিবার থেকে শুরু হওয়া এবারের ভর্তি পরীক্ষা আগামী বৃহস্পতিবার 'বি ১' ও 'ডি ১' উপ-ইউনিট এর পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে।
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষাকে ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করতে হাজার খানেক পুলিশ মোতায়েন রয়েছে ক্যাম্পাসজুড়ে। শুধু নিরাপত্তা দিয়ে নয় তারা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বিশুদ্ধ পানি সরবরাহ দিয়ে। এতে করে ভর্তিচ্ছু ও অভিভাবকদের কাছ থেকে সাধুবাদ পেয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় বসানো হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। যেখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়াও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও চাকসু ভবনের পাশে দু'টি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। যেখান থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিভিন্ন দিক-নির্দেশনা পাচ্ছেন। এদিকে বিশুদ্ধ পানিরও ব্যবস্থা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও জিরো পয়েন্ট এলাকায় বিশুদ্ধ পানির ট্যাংক বসানো হয়েছে।
চট্টগ্রাম উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনে ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে চট্টগ্রাম জেলা পুলিশ গ্রহণ করেছে নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভর্তিচ্ছুদের যাতায়াতের সুবিধার জন্য শতাধিক ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা।
এ বিষয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী সাঈদ মোস্তফা সাদিক রিজভী বলেন, পুলিশের এমন কাজগুলো দেখলে সত্যিই ভালো লাগালে। কাজগুলো প্রশংসার দাবিদার। আমরা চাই পুলিশের এমন কাজগুলো চলমান থাকুক।
হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, পুলিশ মানেই সেবা। আমারা চাই জনগণকে সর্বোচ্চ সেবাটা দিতে। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়াতে আমাদের ছোট এ প্রয়াস।
বিডি-প্রতিদিন/মাহবুব