চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ সেশনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফুল দিয়ে স্বাগত জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
ভর্তি পরীক্ষার প্রথম দিন দুপুরের দিকে শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম ও শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে ক্যাস্পাসের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে আগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন-উর-রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সহ সভাপতি শাহাদাত খন্দকার, শাহাদাত হোসেন শিশির, যুগ্ম সম্পাদক হিসাম উদ্দিন, মেজবাহ উদ্দিন, প্রচার সম্পাদক মহিন উদ্দিনসহ চবি ছাত্রদলের সম্পাদক, সহ সম্পাদক ও হল-ফ্যাকাল্টি কমিটির আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিববৃন্দ।
প্রসঙ্গত, গতকাল রবিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে এবং আগামী বৃহস্পতিবার 'বি ১' ও 'ডি ১' উপ-ইউনিট এর পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা।
বিডি-প্রতিদিন/মাহবুব