বগুড়ার গোকুলে অবস্থিত পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির অডিটোরিয়ামে “বাংলাদেশে নবায়ন যোগ্য শক্তি এবং টেকসই উন্নয়ন শীর্ষক” সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের যৌথ উদ্যোগে সোমবার এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সদস্য যুগ্ম-সচিব মোহাম্মদ সমশের আলী।
মূল কি-নোট উপস্থাপন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ মনজারুল আলম। আলোচ্য বিষয়ের উপর আলোচনা করেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম, পুন্ড্র ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর এম.রফিকুল ইসলাম।
পুন্ড্র ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম আজাদ-উদ-দৌলা প্রধানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিখির বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. হোসনে আরা বেগম, উপ-উপাচার্য প্রফেসর ড. আ.ন.ম রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ‘র শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ হাছানাত আলী প্রমূখ।
মাল্টিমিডিয়ার মাধ্যমে অতিথি ও শিক্ষার্থীদের সামনে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম আহমেদ খান। বক্তব্য রাখেন পুন্ড্র ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মো. মমিনুল হক। স্বাগত বক্তব্য রাখেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. সিজার রহমান। সেমিনারের আগে অতিথিগণ শিক্ষার্থীদের তৈরী বিভিন্ন প্রজেক্ট স্টল পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/হিমেল