ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) কলেজ অফ বিজনেস এডমিনিস্ট্রেশন ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯ এর পুরস্কার বিতরণ করা হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গত ২৪ অক্টোবর পার্ক ও লেক সম্বলিত আইইউবিএটির দৃষ্টি নন্দন গ্রিন ক্যাম্পাসের অডিটরিয়ামে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিবিএ এবং এমবিএ প্রোগ্রামের মোট ১১ দল অংশগ্রহণ করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান রাখেন বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. খায়ের জাহান সোগরা
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
তিনি বলেন, খেলাধুলা শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশসহ তাদের শারীরিক এবং মানসিক দক্ষতা বাড়াতে সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, মূল শিক্ষার মতোই আমরা সহশিক্ষাকে গুরুত্ব দিয়ে থাকি। তিনি ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯ সফল ভাবে সম্পন্ন করার জন্য কলেজ অফ বিজনেস এডমিনিস্ট্রেশনের সকল শিক্ষক শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করার আহবান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এমবিএ কো-অর্ডিনেটর ড.সৈয়দ আলী ফজল, বিবিএ কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল ইউসুফ খান এবং প্যাট্রোনাস এডুকেশন এর ম্যানেজার মো. সুমন।
কলেজ অফ বিজনেস এডমিনিস্ট্রেশন ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯ পরিচালনা করেন হাসানুজ্জামান তুষার।
অনুষ্ঠানে আইইউবিএটি বিজনেস সোসাইটির সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী ৪২ জন কমিটি ঘোষণা করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল দল, শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা, কর্মচারি উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন