ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ১৩ দশমিক ২৬।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে উপাচার্য মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।
মোট আবেদনকারীর সংখ্যা ৯৭ হাজার ৫০৬ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৪ হাজার ১৭৭ জন। এরমধ্যে পাশ করেছে ১১ হাজার ১৫৮ জন। ঘ-ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৫৬০।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন