ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বর্ষ (চলতি বছরে ভর্তি হওয়া) থেকে গণরুম প্রথা বিলুপ্তির আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে এই আন্দোলন স্থগিত করে তারা।
এর আগে সকালে বালিশ, তোষক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন গণরুমের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের নানা স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে ওই এলাকা।
ডাকসু সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছিল গণরুমের শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/আরাফাত