জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাককানইবিসাস) আয়োজিত বিশ্ববিদ্যালয়ে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাককানইবিসাস-এর প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবির।
দিনব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের মৌলিক গুণাবলী, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার প্রতিবন্ধকতা, সাংবাদিকতা পেশায় নীতি ও নৈতিকতার গুরুত্ব, ফিচার ধারণা, প্রকরণ, উপাদান,কাঠামো, রিপোর্টিং ধরণ, গণমাধ্যমে সৃজনশীলতা, অনুসন্ধান সাংবাদিকতা ইত্যাদি নিয়ে বিষদ আলোচনা করা হয়।
জাককানইবিসাস আয়োজিত বুনিয়াদি কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী উল্লাহ, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. জিল্লুর রহমান পল, যমুনা টিভি ময়মনসিংহ ব্যুরো প্রধান হোসাইন শাহীদ, সময় টিভি ময়মনসিংহ ব্যুরো প্রধান হারুনুর রশিদ, উপাচার্য দফতরের উপপরিচালক এস এম হাফিজুর রহমান, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি খোরশিদুল আলম মজিব, সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান নোমান, সাংবাদিক সমিতির উপদেষ্টা সজীব আহমেদ ও মেহেদী জামান লিজন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, মিডিয়া খুব দ্রুত আমাদের কাছে খবর পৌঁছিয়ে দেয়। এখন সাংবাদিকতার অনেক উন্নতি হয়েছে। সংবাদ এখন অত্যন্ত শক্তিশালী মাধ্যম হয়েছে। সংবাদিকতায় কোনো লোভে পড়া যাবে না। সত্যের পথ একটা আর মিথ্যার পথের অন্ত নেই।
তিনি আরও বলেন, আমি মনে করি, আমাদের প্রত্যেকের হাতে আলোর মশাল আছে। আর আমরা সেই আলোর মশাল হাতে মিছিলে রয়েছি।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন জাককানইবিসাস সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনি ও সমাপনী বক্তব্য রাখেন জাককানইবিসাস সভাপতি বদরুল আলম বিপুল।
দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম