চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জোবায়ের আহমেদ সিয়াম নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে জালিয়াতির অভিযোগে আটক করেছে প্রশাসন। তার বাড়ি পাবনা জেলায়।
জানা যায়, মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের (রোল নং-১৪৫৩৬৬) ভর্তি পরীক্ষায় সিয়াম মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। পরীক্ষার হলে মোবাইল নিষিদ্ধ হলেও বিনা বাধায় সে মোবাইল নিয়েই ব্যবসায় প্রশাসন অনুষদের ৫৩২ কক্ষে প্রবেশ করে। আর সে মোবাইল দিয়েই পরীক্ষা শুরু হওয়ার ১ মিনিট পর ৩টা ৩১ মিনিটে প্রশ্নের ছবি তুলে তার খালাতো ভাই ফুয়াজ খান ফিয়ামের কাছে পাঠায়। এক্ষেত্রে টেলিগ্রাম অ্যাপসের সিক্রেট মেসেঞ্জার ব্যবহার করা হয়। এভাবেই বিকেল ৪টা ১১ পর্যন্ত ৫৬টি প্রশ্নের উত্তর টেলিগ্রামের মাধ্যমে পেয়ে যায় সিয়াম। তবে পরীক্ষা শেষের আগেই ধরা পড়ে ডিজিটাল পদ্ধতিতে জালিয়াতি করা সিয়াম। পরে প্রক্টর কার্যালয়ে সে বিষয়টি স্বীকার করে বলে, 'এ' ইউনিটের পরীক্ষার হলের দায়িত্বরত শিক্ষকরা মোবাইলের বিষয়টি ধরতে পারেননি। কিন্তু আমার পেছনের আসনে বসা এক ছাত্রী মোবাইল দিয়ে ছবি তোলার সময় দেখে ফেলে। পরে তা শিক্ষকদের জানান।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বলেন, পরীক্ষা শেষ হবার ২০ মিনিট আগে আমাদের কাছে জালিয়াতির খবরটি আসে। পরে তাকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় তার থেকে মোবাইলের পাশাপাশি একটি বিশেষ ক্যালকুলেটর পাওয়া যায়। যেটি মোবাইলের সাথে যুক্ত করে ক্ষুদে বার্তা পাঠানো যায়।
তিনি আরো বলেন, আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কে বলেছি। ভ্রাম্যমাণ আদালতে নয়, তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
সিয়াম আরো জানায়, সে পাবনা সরকারী বুলবুল কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দেয়। এ প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা দেয়ার উপায়টি তার খালাতো ভাই ফিয়ামের কাছে জানতে পারে৷ 'এ' ইউনিটে ৫৬টি প্রশ্নের উত্তর সমাধান করে দিতে ফিয়াম ও তার বন্ধু মেহরাব সহায়তা করে। ফিয়াম ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ ও মেহরাব নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব