শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বুধবার সকাল নয়টায় একাডেমিক কাউন্সিলের সভাকক্ষে ফলাফল প্রকাশ করেন অধ্যাপক ড. মো.বেলাল উদ্দিন ।
এসময় তিনি বলেন, ২০১৯-২০ সেশনের স্নাতকের ভর্তি পরীক্ষায় ৫১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবারে বি ইউনিটে ৭০ এ ৬৫, এ ইউনিট সায়েন্সে ৭০ এ ৪৯, মানবিক এ ৭০ এ ৩১, বাণিজ্যে ৭০ এ ২৭ পেয়ে প্রথম হয়েছে।
ভর্তি পরীক্ষার ফলাফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST<>RESULT<>RollNo লিখে ১৬২৪২ এ এসএমএস করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের admission.sust.edu ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল