মেয়ের স্বপ্ন ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বে। সেই স্বপ্ন পূরণ করতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসে মেয়ে। সাথে আসে বাবাও। পরীক্ষা শেষ করে ফেরার পথেই মারা গেছেন মেয়ের বাবা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম চলছে শোকের মাতম।
বুধবার ভর্তি পরীক্ষার ৪র্থ দিন দুপুর দেড়টার শাটল ট্রেনে স্ট্রোক করে মারা যান ওই অভিভাবক। এ সময় প্রত্যক্ষদর্শীরা ওই অভিভাবককে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, ওই ব্যক্তির বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাস গ্রামে। মৃত ব্যক্তির নাম মৃণাল দাশ, তার মেয়ে তিন্নি দাশ 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে স্ট্রোক করার পর মেডিকেলে আনার পথে তিনি মারা গেছেন। কনফার্মেশনের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব