বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের ওপর আইসিসির দুই বছরের নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়ক ৩০ মিনিট অবরোধ করেন তারা। এ সময় সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীরা সাকিবের শাস্তি পুনঃবিবেচনা করে সব ক্রিকেট খেলার অনুমতি দেওয়ার দাবি জানান।
বক্তারা বলেন, বাংলাদেশের ক্রিকেটে সাকিবের বিকল্প নেই। কারণ সাকিব বাংলাদেশ ক্রিকেটের প্রাণ। কিছুদিন আগের বিশ্বকাপে তার প্রমাণও দিয়েছেন। কিন্তু বর্তমানে তার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত দুঃখজনক। বিসিবির বিরুদ্ধে আন্দোলনের পর এখন কেন ২০১৮ সালের ঘটনায় শাস্তি দেওয়া হচ্ছে তাকে। তিনি দেশি ও বিদেশি ষড়যন্ত্রের শিকার। আমরা চাই- সাকিবের শাস্তি বিবেচনা করে তাকে সব ধরনের ক্রিকেট খেলার অনুমতি দেবে আইসিসি।
শিক্ষার্থীরা আরও বলেন, বিসিবির মধ্যে কারা সাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তদন্ত করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
অবরোধ শেষে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
এদিকে, একই দাবি জানিয়ে সিনেট ভবনের সামনে মানববন্ধন করেন অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/মাহবুব