আহসানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কাজী শরিফুল আলম পদত্যাগ করেছেন। গত সোমবার থেকে শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দফতর থেকে এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। আহসানউল্লা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়মিত উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ড. মো. আমানুল্লাহ ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
ছাত্র-ছাত্রীদের দাবি নিয়মিত উপাচার্য যোগদানের পর বিবেচনার কথা বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে আন্দোলনরত শিক্ষার্থীদের সহযোগিতার আহ্বান করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।
এর আগে স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কাজী শরিফুল আলমের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আহসানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উপাচার্যের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বন্ধ হয়ে যায় ক্লাস-পরীক্ষা।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে আরও ছিল সম্প্রতি চাকরিচ্যুত ১০ শিক্ষককে স্বপদে বহাল, ক্লিয়ারেন্স ফি বাতিল করা, শিক্ষার্থীদের থেকে নেওয়া অর্থের হিসাব প্রকাশ এবং অরাজনৈতিক ছাত্র সংগঠনসহ সাংস্কৃতিক ক্লাব ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের অনুমতি দেওয়া।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ