নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে দু'দিনব্যাপী ভর্তি পরীক্ষায় আজ প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় এবার ৩০টি বিষয়ের ১ হাজার ২৮৫টি আসনের বিপরীতে ৬৮ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
শিক্ষার্থীদের সুবিধার্থে জেলার বিভিন্ন স্থানে খোলা হয়েছে তথ্য সহায়তা কেন্দ্র ও প্রাথমিক চিকিৎসা ক্যাম্প। এসব কেন্দ্রে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রয়েছে।
এ বিষয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম জানান ,যানজট, যাতায়াত ও নিরাপত্তার বিষয়ে সকল সহযোগীতাসহ মনিটরিং সেল গঠন করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল