আন্ত:হল ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে সংঘর্ষে ক্যাম্পাসে পরিস্থিতি উত্ত্যপ্ত হওয়ায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে শনিবার বিকাল ৫টার মধ্যে ছাত্রদের ও রবিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম শুক্রবার রাত সাড়ে ১১টায় এই বিজ্ঞপ্তি জারি করেন। এর আগে শুক্রবার বিকালে আন্ত:হল ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলার রেফারিকে লাঞ্ছিত ও ফজলুল হক হলের এক ছাত্রকে মারধরের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ক্যাম্পাসে একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার বলেন, শুক্রবার বিকালে ক্যাম্পাসে লালন শাহ হল ও একুশে হলের ছাত্রদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্ত্যপ্ত হয়। এসময় রেফারিকে লাঞ্ছিত করার ঘটনা ফজলুল হক হলের এক শিক্ষার্থী ভিডিও করেন। এতে ওই শিক্ষার্থীকেও মারধর করা হয়। পরে ক্যাম্পাসে একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দিলে সংঘর্ষ এড়াতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।
তিনি বলেন, শনিবার সকাল থেকেই ছাত্ররা হল ত্যাগ করতে শুরু করেছে। এছাড়া ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা