২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:০১

মুজিববর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মুজিববর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন

মুজিববর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বাংলাদেশ, ভারত, সুইডেন ও কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক ও গবেষক এই সম্মেলনে অংশ নেবেন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ মিলনায়তনে সম্মেলন শুরু হয়। বঙ্গবন্ধুর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক দর্শনকে তুলে ধরতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে ৭৫টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন ইতিহাস চর্চা কেন্দ্র যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবিব। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন। অতিথি ছিলেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাবির জন ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি প্রফেসর ড. মেজবাহ কামাল, সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির ড. ইশা ডুবে, কানাডার নিগেল ইউনির্ভাসিটির সহযোগী অধ্যাপক শুভ বসু। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর