পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশালের বাবুগঞ্জ ক্যাম্পাসের উদ্যোগে এ্যানিমেল হাজবেন্ড্রি ডে পালিত হয়েছে। পবিপ্রবির এ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস’ এসোসিয়েশনের উদ্যোগে শনিবার এ্যানিমেল হাজবেন্ড্রি ডে’র অষ্টম বার্ষিকী উপলক্ষে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এক আলোচনা সভা এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পবিপ্রবির ডেইরি সায়েন্স বিভাগের অধ্যাপক ও এ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস’ এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. তন্বী চন্দের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মামুন অর রশিদ, সাবেক ডিন প্রফেসর ড. আব্দুল মতিন প্রমুখ। আলোচনা সভা শেষে এ্যানিমেল হাজবেন্ড্রির সমস্যা এবং সম্ভাবনার বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন করে পেশার মানোন্নয়নে ছয় দফা প্রস্তাবনার ও দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস’ এসোসিয়েশনের ভিপি মারুফ বিল্লাহ। এ সময় উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পবিপ্রবিরর এ্যানিমেল সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ননী গোপাল সাহা, এ্যানিমেল সায়েন্স এন্ড ব্রিডিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাওসার নিয়াজ বিন সুফিয়ান ও পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার ফৌজদার।
সংবাদ সম্মেলনে এ্যানিমেল হাজবেন্ড্রি কোর্স সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তা ও স্টুডেন্টস’ এসোসিয়েশনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন