করোনা প্রতিরোধে নিজস্ব অর্থায়নে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল রিসার্চ সেন্টার ও ফার্মেসি অনুষদ। প্রাথমিকভাবে তৈরি করা এসব স্যানিটাইজার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।
আগামীকাল সোমবার সকালে ফার্মেসি লেকচার হলে বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
রবিবার ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. এসএম আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হ্যান্ড স্যানিটাইজার বাজারে কিনতে পাওয়া গেলেও করোনাভাইরাস আক্রমণের পরে মানুষ আতঙ্কিত হয়ে অধিক পরিমাণে সংগ্রহের কারণে এটি দুর্লভ হয়ে পড়েছে। অপরদিকে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে বিক্রি করছে। এমতাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল রিসার্চ সেন্টার এবং ফার্মেসি অনুষদের উদ্যোগে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ৬০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করেছে। আরও ৪০০ বোতল প্রস্তুতির পথে। প্রাথমিকভাবে এগুলোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে এবং ভবনসমূহে বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফার্মেসি লেকচার থিয়েটারে স্যানিটাইজার বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন